ফিলিস্তিনকে গুটিয়ে ফেলবো নির্বাচনে জয়ী হলে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কে হবে প্রেসিডেন্ট এ নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আবারও জয়ী হলে প্রথমেই ইরানের সাথে চুক্তি করবেন এবং ফিলিস্তিনকে গুটিয়ে ফেলবেন।
সাংবাদিকদের কাছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে; প্রথম মাসেই ইরানের সঙ্গে চুক্তি করবো এবং ফিলিস্তিনকে পুরোপুরি গুটিয়ে ফেলব।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মতে, আমেরিকা বছরে ফিলিস্তিনকে সাতশত পঞ্চাশ (৭৫০) মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করতো।
তবে কিছুদিন আগে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, ফিলিস্তিনিরা শান্তি চায় না, তাই সহায়তা বন্ধ করে দেয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কে দেখে মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে।
তথা শান্তি চুক্তি করতে চাইছে।
ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এলে মধ্যপ্রাচ্যে শান্তি আনবেন বলেও দাবি করেছেন।
অধিকার টুয়েন্টি ফোর