পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার হলো ৪ ঘন্টা পর

ময়মনসিংহ জেলার নান্দাইলে আট বছরের শিশু নিখোঁজের প্রায় চার (৪) ঘণ্টা পর বাড়ির সামনের পুকুর থেকে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু হচ্ছে (ফারজানা বেগম) ঐ গ্রামের মোঃ আল মামুনের মেয়ে।
পরিবার ও গ্রামবাসীর সূত্রে জানা যায়, দুটি শিশু পুকুরে নেমে গোসল করছিল। পুকরটির একপাশ ছিল খুব বেশি গভীর। গভীর অংশে গিয়ে শিশু দুটি হাবুডুবু খেতে থাকে। এ দৃশ্য দেখে একজন লোক পুকুরে নেমে একটি ছেলে শিশুকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসতে সক্ষম হন।
কিন্তু ফারজানা তলিয়ে যায়। পরে আরো কিছু লোক পুকুরে নেমে শিশুটির সন্ধান পায়নি। পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে ফায়ার ব্রিগেডের ডুবুরি এনে পুকুরের গভীর অংশ থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।