চলছে ৩ নম্বর সতর্ক সংকেত, ভারি বৃষ্টির শঙ্কা

আজ বৃহস্পতিবার সাগরে লুঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল এ খুলনা বিভাগের বেশির ভাগ এলাকাতেই হতে পারে ভারি বর্ষণ। হালকা কিংবা মাঝারি বৃষ্টিও হতে পারে অন্যান্য বিভাগে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে,গত দুই সপ্তাহ ধরে টানা যে বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে আগামী ২৬ আগষ্ট পর্যন্ত। এরপর আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটবে ধীরে ধীরে।
অন্যদিকে সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গতকাল দুপুরে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। তবে নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা ক্ষীণ। আজকের মধ্যেই এটি স্থলভাগ অতিক্রম করবে। যার প্রভাবে দেশের তিনটি বিভাগে হালকা থেকে ভারি বর্ষণ হতে পারে।